জুমবাংলা ডেস্ক: সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশি সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিচালিত হচ্ছে। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ জানতে ৯৯৯-এ ফোন করছেন মানুষ।
জানা যায়, গত কয়েকদিনে দ্রব্যমূল্য সংক্রান্ত সহস্রাধিক ফোন এসেছে ৯৯৯-এ। বেশিরভাগেরই প্রশ্ন, তেল-সবজির দাম কমবে কবে? আসন্ন রমজানে পণ্যের দাম আরও বাড়তে পারে কি-না কিংবা প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি?
৯৯৯-এ আসা জানুয়ারি মাসের ফোনকল বিশ্লেষণ করে জানা যায়, জানুয়ারিতে ৯৯৯-এ ৬ লাখ ৪৭ হাজার ৭২৫টি কল এসেছে। এর মধ্যে ৯৯৯ সেবার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ১ লাখ ২৭ হাজার ৩১০টি কল আসে। এসব কলের অধিকাংশই দ্রব্যমূল্য সংক্রান্ত।
এছাড়া, ১ হাজার ৯৮২টি দুর্ঘটনা সংক্রান্ত, অগ্নিকাণ্ডের ১ হাজার ১৪১ টি, মারামারি সংক্রান্ত ৫ হাজার ২৫২টি, শব্দ দূষণ নিয়ে ২ হাজার ৯১১টি, জমি দখল সংক্রান্ত ১ হাজার ৭০৩টি, পারিবারিক সমস্যা সংক্রান্ত ১ হাজার ৩৩৫টি, জুয়া সংক্রান্ত ৬২৮টি কল এসেছে।
নারী নির্যাতন সংক্রান্ত ১ হাজার ২২৮ টি, ৯২৫টি চুরির ঘটনা, মেডিক্যাল ইমার্জেন্সি ৮৯৩টি, ৭৫৮টি অভিযোগ মাদক সংক্রান্ত ৫১৯টি কল এসেছে।
এ বিষয়ে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ মূলত পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সংক্রান্ত কলগুলোর বিস্তারিত হিসেব রাখে। তবে বর্তমানে দ্রব্যমূল্য সংক্রান্ত অনেক কল আসছে। বেশিরভাগই জিজ্ঞেস করছেন, জিনিসপত্রের এত দাম, তারা কী খাবেন, কোথায় যাবেন বা কীভাবে চলবেন?
তিনি জানান, ৯৯৯ জরুরি সেবা দিয়ে থাকলেও জনসাধারণের সুবিধার্থে তারা কলারদের নানা ধরনের পরামর্শও দিয়ে থাকেন।
হাতছাড়া হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, বাংলাদেশিদের জন্য দু:সংবাদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।