স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমে ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়া রেকর্ড গড়েছেন বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান। আর সবচেয়ে দ্রুততম ও ষষ্ঠ বাংলাদেশী বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ মাঠে নামার আগে মাত্র ২ উইকেট দুরে ছিলেন তিনি। আজ বোলিংয়ে নেমে শুরুতে উইকেট না পেলেও শেষের দিকে ইনিংসের ৪২তম ওভারে হিট উইকেটে শতক হাকানো ইমাম উল হক কে ফেরান মোস্তাফিজ। পরের ওভারেই হ্যারিস সোহেলকে ব্যক্তিগত ৬ রানে ফিরিয়ে শততম উইকেট নেন ফিজ।
এর ফলে ৫৪ ম্যাচ খেলে চতুর্থ দ্রততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মোস্তাফিজ। এ তালিকায় সবার উপরে ৪২ ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডি আফগান লেগ স্পিনার রশিদ খানের ঝুলিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।