খেলোয়াড়ি জীবনে বহুবারই তামিম ইকবাল এবং লাসিথ মালিঙ্গা খেলেছেন একে অন্যের বিপক্ষে। তবে ২২ গজের ক্রিকেট থেকে দুজনেই এখন অবসরে। তামিম ইকবাল অবশ্য খেলছেন ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। মালিঙ্গা এখন পুরোদস্তুর কোচ। খেলোয়াড় হিসেবে মুখোমুখি হওয়ার সুযোগ না থাকলেও তামিম ইকবালের দুঃসময়ে তাকে ঠিকই স্মরণে রেখেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি।

সোমবার সকালে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরেই সেখানে একটি রিং পরানো হয়। যদিও এখন পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেই রাখা হয়েছে।
তামিম ইকবালের এমন পরিস্থিতিতে তার প্রতি শুভকামনা জানিয়েছেন লাসিথ মালিঙ্গা। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি। সবসময় মাঠে যেমন লড়ে গিয়েছো সেভাবেই লড়তে থাকো।’
তামিমের জন্য বার্তা পাঠিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ফেসবুক পেইজে তামিমের ছবি যুক্ত করে তারা লিখেছে, ‘দ্রুত সুস্থ হও তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
এদিকে তামিমের সবশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, তিনি (তামিম ইকবাল) একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



