`দয়া করে এই সুযোগ গলা টিপে হত্যা করবেন না’

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: প্রিয় বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দুয়ার উম্মোচিত হয়েছে। সম্প্রতি চীন-আমেরিকা-ভারতের সম্পর্কের টানাপোড়েন, মিয়ানমারে চাইনিজ স্থাপনার ওপর হামলাসহ নানাবিধ বিশ্ব সমীকরণে বাংলাদেশ এই সময়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের জন্য উপর্যুক্ত ও নির্ভরযোগ্য ভুমি।

ভারতে একদিনে ৬শত চাইনিজ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। চায়না, ভারত আমদানি-রফতানি নেমে এসেছে প্রায় শূণ্যের কোটায়। আমেরিকা চাইনিজ পণ্য আমদানী নিরুৎসাহিত করছে এবং রপ্তানি বন্ধ করে দিয়েছে।

কিন্তু উভয় রাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে চাইনিজ বা সমতুল্য পণ্যের চাহিদা ব্যাপক। তাদের শিল্পের মান ও শ্রমমূল্যের কারনে এই চাহিদা নিম্নমুখী হবে না। চায়নাতেও ভারত ও আমেরিকা পণ্য রপ্তানি বন্ধ করেছে। একটি বিশাল জনগোষ্ঠীর বসবাস ভারত ও চায়নায় এবং এদের অভ্যন্তরীণ শ্রমমূল্য ও জনগণের ক্রয় ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা, ইউরোপের ক্রয় ক্ষমতা পূর্ব থেকেই বেশী।

বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনকের স্বপ্ন ও তাঁর কারো সাথে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্র নীতির কারনে আজও আমরা কৌশলগত সুবিধা পাচ্ছি। সবার সাথে আমাদের বন্ধুত্ব বিদ্যমান।

এখন আমরা পরিকল্পিত ও শান্তিপূর্ণভাবে এগুলেই ভারত, চায়না, আমেরিকা, ইউরোপের বাজারে রপ্তানি বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটাতে পারি। আমাদের শিল্পোদ্যাক্তাগণ ইতিমধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। একটি বিশাল কর্মোপযোগী জনশক্তি আমাদের অন্যতম বড় সম্পদ।

ইতিমধ্যে জাতির জনকের ভিশনারী কন্যা, অভিজ্ঞ, কর্মপাগল, নির্লোভ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে ১০০ টি ইকোনোমিক জোন প্রতিষ্ঠার প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছেন। চট্টগ্রাম ও ফেণীর ৩০ হাজার একর জমির ওপর বিশাল বঙ্গবন্ধু ইকোনোমিক জোন নির্মাণের কাজ রকেট গতিতে এগিয়ে চলছে। আরো কয়েকটির কাজও দ্রুততার সাথে চলমান।

ব্যবসা সহজীকরণের সূচক এগিয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে। শিল্পের জন্য গ্যাস আমদানী করে, বিদ্যুতে বিপ্লব ঘটিয়ে, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে, প্রাইভেট সেক্টরে বৈদেশিক ঋণ প্রাপ্তি সহজীকরণ করে শিল্পায়নের সকল পূর্বশর্ত তিনি পূরণ করেছেন। এ ছাড়াও যে কোন সমস্যা উত্থাপন করলেই তিনি দ্রুততার সঙ্গে সমাধান করছেন।

এখন সময় আমাদের। এখন সময় জনগণের। যার যা আছে তাই নিয়ে উৎপাদন, কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যে সুচিন্তিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিল্পায়নের জন্য প্রস্তুত দেশে আন্তর্জাতিক সমীকরণের কৌশলগত সুযোগ নিয়ে দেশী-বিদেশী বিনিয়োগে প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে।

রাজনীতিবিদ হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতার প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি : দয়া করে সহিংসতা সৃষ্টি করে বাংলাদেশের সম্ভাবনা হত্যা করবেন না। ধর্মকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং ধ্বংস করবেন না।

রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা রাষ্ট্র পরিচালনার সুযোগ প্রাপ্তির অধিকার সবার আছে। তবে, তা হতে হবে সাংবিধানিক সভ্য পদ্ধতিতে। আপনারা জনগণের নিকট যান, তাদের উদ্ধুদ্ধ করুন। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতায় যান।

তর্কের কারণে বলতে পারেন, সরকার ভোটে কারচুপি করবে। আমি ভোট করা মানুষ, আমি বলছি। জনতার বাঁধভাঙা জোয়ার থাকলে এবং সংগঠিত ত্যাগী কর্মীবাহিনী থাকলে প্রশাসনের গুটিকতক ব্যক্তি কারচুপি করতে পারে না। আর জনতার সমর্থন না থাকলে, নিরপেক্ষ ভোটেও না জিতলে কারচুপির গান গাওয়া যায়, ফল আসে না।

আরেকটি অভিযোগ তুলতে পারেন, সরকার সংগঠিত হতে দেয় না। সরকার সহিংস সভা সমাবেশ করতে বাঁধার সৃষ্টি করে সত্য। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির ওপর বাঁধা সৃষ্টি করছে না। উপরন্তু সরকারের প্রতিপক্ষের নিকট রাজনীতির সুযোগ সরকারী দলের চেয়ে বেশী। তারা প্রতিনিয়ত মসজিদকে রাজনীতি ও জনমত গঠনে কাজে লাগাচ্ছেন। আর এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কল্যাণে প্রতিদিন বিকেল-সন্ধ্যায় বাংলাদেশের প্রতি গ্রামের চায়ের দোকানে একাধিক মিনি পার্লামেন্ট বসে। সেখানে সরকার, বিরোধী দল উভয়ের ধোলাই চলে। জনমত গঠন করতে চাইলে শান্তিপূর্ণ অসংখ্য বিকল্প পথ আছে। কাজে লাগাতেই পারেন।

দয়া করে জনগণের নিকট যান। জনগণ চাইলে আপনারা আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেন। কিন্তু দেশটার ক্ষতি করবেন না, দেশের অমিত সম্ভাবনা ধ্বংস করবেন না।

এই দেশের ৯০ শতাংশ নাগরিক মুসলমান। দেশের উন্নতির অর্থ ৯০ শতাংশ মুসলমানের অর্থনৈতিক মুক্তি। বাঁকী ১০ শতাংশ ৯০ শতাংশের তুলনায় অনেক কম।

জাতির পিতা, বঙ্গবন্ধু বহু সাধনা করে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি মুসলমানের জন্য ১৯৭১ সালে একটি স্বাধীন আবাসভুমি প্রতিষ্ঠা করেছেন। ১৯৭২ সালে স্বীয় দক্ষতায় ভারতীয় মিত্রবাহিনীকে ফেরত পাঠিয়ে বাঙালি মুসলমানের কষ্টার্জিত স্বাধীনতা নিরঙ্কুশ করেছেন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন।

আজ দীর্ঘকাল পর রাহমানুর রাহীমের অসীম কৃপায় বঙ্গবন্ধু কন্যার নিরলস শ্রমে বাঙালি মুসলমানের অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। দয়া করে এই সুযোগ গলা টিপে হত্যা করবেন না।

(লেখক জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)