স্পোর্টস ডেস্ক : সোশ্যাল সাইটে ক্রিকেট তারকাদের নিয়ে ট্রল সব দেশেই হয়ে থাকে। কেউ খারাপ খেললে তো আর রক্ষা নেই। শুরু হয় তাকে নিয়ে ঠাট্টা করা। বাংলাদেশের কিছু ক্রিকেটার আছেন, যারা সবসময়ই এই সমালোচকদের টার্গেটে থাকেন। তেমনই একজন ইমরুল কায়েস। তারকা এই ব্যাটসম্যান ফর্মের কারণে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে গিয়ে ধারাবাহিকতা হারান। এর পেছনে সোশ্যাল সাইটের ট্রল করার ‘অবদান’ আছে বলে মত ইমরুলের।
অনেকদিন পর ভারত সফরের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন ইমরুল। কিন্তু দুই টেস্টের চার ইনিংসে ওপেন করতে নামা ইমরুলের স্কোর ছিল ৬, ৬, ৪ ও ৫। এরপর থেকে তাকে নিয়ে সোশ্যাল সাইটে সীমাহীন ট্রলিং শুরু হয়। অতিষ্ঠ ইমরুল এবার খেলাটাকে কেবল খেলা হিসেবেই দেখার অনুরোধ জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সমালোচনার কারণে অনেক ক্রিকেটার নষ্ট হয়ে গেছে। তারা এসবের চাপ নিতে পারেনি। যদি আপনারা দেশের ভালো চান, দয়া করে এসব বন্ধ করুন। এসব থেকে বের না হলে ক্রিকেটারদের মানসিক বিকাশে সমস্যা হবে। ক্রিকেটারদের আরও অনেক দেওয়ার সামর্থ্য আছে। উৎসাহ দিলে সেটা হবে।’
একইসঙ্গে খেলাটাকে দেশপ্রেমের সঙ্গে গুলিয়ে না ফেলে স্রেফ বিনোদন হিসেবে দেখার অনুরোধ জানা ৩২ বয়সী এই ব্যাটসম্যান, ‘আমরা ক্রিকেট খেলাটাকে দেশপ্রেম থেকে শুরু করে আরও অনেক কিছু ভেবে বসি। কিন্তু অন্য ক্ষেত্রে এত ভালোবাসা থাকে না। অন্য দেশের মানুষ খেলাটাকে খেলা হিসেবেই নেয়। দিন শেষে এটা শুধুই খেলা। একটা মানুষকে আজ আপনি ছোট করছেন। ছোট করে মজা পাচ্ছেন। ছেলেটা যদি মনে আঘাত পায়, তাহলে ওর নিজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। আমরা যদি এদের সমর্থন না করি, তাহলে দেখবেন বাংলাদেশ ক্রিকেট যেখানে আছে সেখানেই থেকে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


