দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারানোর পর অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের কাছে হেরে অঘটনের শিকার হয় প্রোটিয়ারা। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের বড় ব্যবধানে হারায় তারা।

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সেই ছন্দ নিয়ে এবার বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেবারিট তকমা নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা। তবে লাল-সবুজেরা মোটেই সহজ প্রতিপক্ষ নয়, এটাও জানে প্রোটিয়ারা। ২০১৫ সালের ১২ জুলাই থেকে মুখোমুখি হওয়া ৯ ম্যাচে ৫ জয় বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪টি।

এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশ দুটিতে এবং দক্ষিণ আফ্রিকা দুটিতে জয় পেয়েছে। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিল টাইগাররা। তাই নানান হিসাব-নিকাশ চলছে এ ম্যাচ নিয়ে। কেমন একাদশ হতে পারে দক্ষিণ আফ্রিকার, তা নিয়েও জোর আলোচনা হচ্ছে।

এর মধ্যে সবচেয়ে প্রশ্ন, অসুস্থতা কাটিয়ে এ ম্যাচে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ফিরবেন কি না। এ নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এইডেন মার্করামের ভাষ্য, টেম্বা বেশ ভালোই উন্নতি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কাল (আজ) নেওয়া হবে। তবে সে ভালো অবস্থায় আছে।

তবে বাভুমা না ফিরলে শেষ পর্যন্ত হ্যানড্রিকসকে সাকিব বাহিনীর বিপক্ষে দেখা যেতে পারে। বাভুমার ফেরা ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা/রিজা হ্যানড্রিকস, ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও জেরাল্ড কোয়েটজি।