আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া গত পাঁচ মাসের মধ্য একদিনে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে আতঙ্ক তৈরি হয়েছে।
রবিবার নতুন ২৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। সোমবার আরো ১৯৭ জন শনাক্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এই রোগীদের সিংহভাগের সঙ্গে সারাং জেইল নামে একটি গির্জার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই গির্জার প্রধান যাজক রেভারেন্ড ইয়ুন কোয়াং-হো লক-ডাউনের তীব্র বিরোধী।
সরকারের উদ্ধৃতি দিয়ে ইওনাপ বার্তা সংস্থা জানিয়েছে, এই গির্জার সঙ্গে সংশ্লিষ্ট ৩১২ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৪ হাজার মানুষ ঐ গির্জায় প্রার্থনাতে অংশ নিয়েছিলেন। তাদের তিন হাজার ৪০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য শিনচিওঞ্জি চার্চ অব জেসাস নামে একটি গির্জাকে দায়ী করা হয়েছিলো। এই গির্জার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ হাজার ২০০ জনের শরীরের করোনা ভাইরাস পাওয়া গিয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।