Advertisement
জুমবাংলা ডেস্ক: দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে আজ (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সফরের শেষ দিনে (২২ ফেব্রুয়ারি ২০২২) সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট এর একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শনে যান।
তিনি কন্টিনজেন্ট এর ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সাথেও কুশল বিনিময় করেন।
সফরের ৪ দিনে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান এ বাংলাদেশ এর সকল কন্টিনজেন্ট ঘুরে দেখেন। এছাড়াও তিনি দক্ষিণ সুদান এর উচ্চপদস্থ সামরিক, অসামরিক ব্যক্তিবর্গ ও জাতিসংঘ মিশন UNMISS এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।