বিনোদন ডেস্ক: রণবীর সিং থেকে বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে রণবীর কাপুরের মতো তারকারা ইতিমধ্যেই ‘শাদি কা লাড্ডু’ খেয়ে ফেলেছেন। কিন্তু, এখনও ‘সিঙ্গল’ সালমান খান। কবে বিয়ে করতে চলেছেন বলিউডের ভাইজান? এই প্রশ্ন আজও ঘুরপাক খায় তাঁর ভক্তদের মনে। বর্তমানে ৫৬ বছর বয়স অভিনেতার।
তবে এখনও বিয়ের কোনও পরিকল্পনাই নেই সালমানের। ইউলিয়া ভ্যান্তর, শেহনাজ গিলদের সঙ্গে নাম জড়ানো সত্ত্বেও সল্লু ভাইয়ের এখনও পর্যন্ত বিয়ের কোনও প্ল্যান নেই! এদিকে বিশ্বের ‘টপ পেইড’ অভিনেতাদের তালিকায় নাম রয়েছে তাঁর।
২০২২ সালের হিসাব অনুযায়ী, ৩১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের (ভারতীয় মুদ্রায় দু’ হাজার ২৫৫ কোটি টাকার) সম্পত্তি রয়েছে বলিউডের এই খানের। তাঁর বার্ষিক গড় আয় ১৯৬ কোটি। বিয়ে না করার ফলে কোনও উত্তরসূরিও নেই সালমানের। এমতাবস্থায় প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে সুপারস্টারের বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা কার হাতে যাবে? সম্প্রতি ওই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের অর্ধেক সম্পত্তি তিনি একটি চ্যারিটিকে দান করে দিয়েছেন। অভিনেতা ভবিষ্যতে বিয়ে করলেও, তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক অংশ ওই চ্যারিটিতেই যাবে। সে কথা নিশ্চিতও করেছেন সালমান খান। আর যদি তিনি কোনোদিন বিয়ে না করেন, তাহলে তাঁর সম্পত্তির ১০০ শতাংশই ওই চ্যারিটির খাতে চলে যাবে।
এবারে প্রশ্ন, কোন চ্যারিটির হাতে যাবে তাঁর সম্পত্তি? সলমান জানিয়েছেন, তাঁর তৈরি Being Human Foundation -এর হাতেই থাকবে তাঁর সম্পত্তির মালিকানা। ওই টাকা দিয়ে দুঃস্থদের চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা হবে।
বর্তমানে সালমানের ‘ক্লোদিং ব্র্যান্ড Being Human -এর লভ্যাংশ দিয়েই ওই ফাউন্ডেশন চালানো হয়। দুঃস্থদের শিক্ষা এবং চিকিৎসা প্রদান করা ছাড়াও একাধিক মানবিক কাজ করে চলেছে Salman Khan -এর এই স্বেচ্ছাসেবী সংস্থা।
বলিউডের তাবড় এই অভিনেতা একের পর এক কাজ করে চলেছেন। ২০২২ -এর ঈদ সলমানহীন হলেও, ২০২৩ -এ ‘টাইগার ৩’ নিয়ে আসছেন তিনি। ছবির তাঁর বিপরীতে দেখা যাবে Katrina Kaif -কে। এছাড়াও এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে Emraan Hashmi -কে।স্বাভাবিকভাবেই তাঁর এই ছবি ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। আগামী Eid -এ তিনি যে বক্স অফিস কব্জা করার টার্গেট নিয়েছেন তা এতদিনে পরিষ্কার।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।