Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ধনীদের ফাঁদে ফেলাই সুন্দরী তানিয়ার নেশা
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    ধনীদের ফাঁদে ফেলাই সুন্দরী তানিয়ার নেশা

    Shamim RezaDecember 26, 2019Updated:December 26, 20195 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : গাজীপুর নগরীর তালুটিয়া পূর্বপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে রূপবতী প্রতারক তানিয়া (৩০)। গত শুক্রবার আটকের পরই তার সম্পর্কে বেরিয়ে আসে নানান চাঞ্চল্যকর তথ্য।

    মাদকাসক্ত তানিয়া জানিয়েছে, এ পর্যন্ত ৫০ টির বেশি প্রতারণা করেছে সে। রূপ-যৌবনকে পুঁজি করে অভিনব কায়দায় বাসা বাড়ি হতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়াই ছিলো তার কাজ। তানিয়া কখনো লাকী, কখনো সাবিয়া সানি, ডালিয়া, সাদিয়া আক্তার, তানি, নদী, নওশীন কখনো সুমি। এছাড়াও নিজেকে কখনো ডাক্তার, আইনজীবী, মডেল, কখনো নায়িকা পরিচয় দেয়। প্রথম দেখায় যে কারোর চোখ আটকে যায় তাকে দেখে। আর এই সুযোগকেই কাজে লাগায় গাজীপুরের মেয়ে তানিয়া। দেখতে, পোশাকে আধুনিকতা, পরনে ব্র্যান্ডের দামি ঘড়ি, অলঙ্কার, জুতা-স্যান্ডেল, চোখে চশমা, এর সঙ্গে রঙিন বেশে এক মোহনীয় উপস্থাপনা তার বেশভুষায়। বেশ কয়েক বছর ধরেই এমন সুন্দরের আড়ালে চলছে তার চুরি ব্যবসা।

    গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের গজারিয়া গ্রামের হাসান শিকদারের মেয়ে তানিয়া শিকদার (৩০)। থাকে উত্তরায় বাসা ভাড়া নিয়ে। বছরকয়েক আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর তানিয়া তার দেবর ওয়ালিদ রহমানকে বিয়ে করে। তার চলাফেরা দেখলে কেউ ভাবতে পারবে না সে এত ভয়ঙ্কর চোর। তানিয়ার বিরুদ্ধে রাজধানীর আদাবর, দারুস সালাম, তেজগাঁও, নিউ মার্কেট, দক্ষিণখান, মোহাম্মদপুর, বিমানবন্দর, উত্তরা, মিরপুর, কাফরুল, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় ২০টিরও বেশি প্রতারণার মামলা রয়েছে।

    তানিয়া জানিয়েছে, সে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সূত্রে বিত্তশালী লোকজনের সঙ্গে সখ্য গড়ে তুলতো। বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে তাদের স্বজনদের তথ্য সংগ্রহ করে। সুযোগ বুঝে তাদের কাছের লোক কিংবা স্বজন পরিচয় দিয়ে বাসায় যায়। ডলার ভাঙানো বা জমা রাখার ফাঁদ পেতে পানি খাওয়ার বাহানা, কখনো অন্য কোনো বাহানায় অর্থকড়ি নিয়ে সটকে পড়ে। সে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার প্রতারণা চক্রের সদস্যদের মাধ্যমে বিভিন্ন জুয়েলার্সে বিক্রি করে।

    গাজীপুর মহানগরীর তালুটিয়া পূর্বপাড়ায় মনিরুল ইসলামের বাড়ির দরজায় শুক্রবার ২টার দিকে কড়া নাড়ে তানিয়া। মনিরুলের স্ত্রী কোহিনূর বেগম দরজা খুলতেই ওই নারী নিজের নাম লাকী জানিয়ে ঘরে ঢোকে। এরপর তানিয়া জানায়, সে কোহিনূরের ছোট বোন নাজমার স্বামী মামুনের সঙ্গে দুবাইতে থাকতো। ছুটিতে দেশে এসেছে। মামুন চকলেট, বোরকা ও চিপসসহ নানা সামগ্রী তার কাছে দিয়েছে পৌঁছে দিতে। সে নাজমাকে বাড়িতে না পেয়ে ঠিকানা নিয়ে কোহিনূরের বাড়িতে আসে এসব মালামাল পৌঁছে দিতে। প্রতারক তানিয়া কোহিনূরকে জানায়, তার কাছে কিছু ডলার আছে। বিশ্বাস করে সে এসব কোহিনূরের কাছে রাখতে চায়। তখন কোহিনূরের স্বামী মনিরুল ইসলাম ব্যবসার কাজে বাইরে ছিলেন। ডলার রাখার কথা বলেই একটি রুমাল বের করে তানিয়া। বার বার সেটি কোহিনূরের মুখের কাছে নেয়। একপর্যায়ে প্রতারক তানিয়া বলতে থাকে তার স্বামী ও দুই বাচ্চা বাইরে গাড়িতে বসে আছে। তারাও ঘরে আসবে। এজন্য ঘরের কক্ষগুলো গোছাতে বলে। তখন ফোনে কাউকে ১০ কেজি মিষ্টি, ১০ কেজি দই ও চিপস আনতে বলছিল তানিয়া। ফোন কেটে কোহিনূর ও তার মেয়ে মীমকে সোনার গহনা পরে সাজতে বলে। তারা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সেজেই আছে জানালে তানিয়া বলে, প্রথমবার আপনাদের বাড়িতে এসেছি, দুবাই থাকতে মামুন বলেছে আপনার অনেক সোনা-গহনা আছে, এসব পরেন।

    মেয়ে মীমকে উদ্দেশ্য করে বলেন, তোমার বিয়ে হয়েছে। গলায়, কানে কোনো সোনা-গয়না নেই কেন? দ্রুত মা-মেয়েকে সোনার গহনা পরতে বলে তানিয়া। এরপর ভেতরের কক্ষে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তানিয়া কোহিনূরকে বলে- গাড়ি থেকে তার স্বামী ও বাচ্চাকে এগিয়ে আনতে। কথামতো তিনিও নিচে চলে যান। গিয়ে দেখেন রাস্তার পাশে একটি প্রাইভেট কার। সামনের গ্লাস নামিয়ে এক ব্যক্তি ইশারা করে ডাকছে। কিছু সময় পর কোহিনূরের স্বামী মনিরুল ও বাড়িতে ফেরেন। ঘরে ঢুকেই তিনি তানিয়ার পরিচয় ও উদ্দেশ্য জানতে চান। মনিরুল তানিয়াকে সন্দেহ করে উচ্চস্বরে বলতে থাকেন তুই ডাকাত। মনিরুল বাসার লোকদের তানিয়াকে আটকাতে বলতেই ছদ্মবেশী ওই নারী মনিরুলকে ধাক্কা দেয়। তখন তানিয়ার ব্যাগ চেক করে কিছু জাল ডলার পাওয়া যায়। হইচই শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। কোহিনূর যখন তানিয়ার স্বামীকে আনতে নিচে নামে তখনই আলমারীতে থাকা ১ লাখ টাকা, ২ ভরি ওজনের এক জোড়া বালা, এক ভরি ওজনের হাতের চিকন চুরি এক জোড়া, দুইভরি ওজনের আল্লাহু লেখা লকেটসহ একটি চেইন, ডায়মন্ডের একটি আংটি কৌশলে নিয়ে নেয় তানিয়া।

    শুধু মনিরুলের বাড়িতেই নয়, একই এলাকার ইতালি প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী সুমাইয়া আক্তার সুমির স্বামীর সঙ্গে বিদেশে থাকার ছলনায় গত ১৫ই ডিসেম্বর ঘরে ঢুকে সোনার চেইন, কানের দুল, কিছু রুপার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান তানিয়া। গত ২৫শে অক্টোবর রাত ৮টার দিকে গাজীপুর নগরীর সাহাপাড়া এলাকার মিজানুর রহমান খানের বাসা থেকে অভিনব পন্থায় ৬ ভরি ওজনের এক জোড়া সোনার রুলি, এক জোড়া বালা, দু’টি সোনার চেইন লুটে নেন।

    তানিয়া জানায়, গত ২৬শে মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর সে পাঁচমাস কারাগারে ছিলো। মাসখানেক আগে জামিনে মুক্তি পেয়ে গাজীপুরে প্রতারণা শুরু করে। পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, চুরি করা তানিয়ার নেশা ও পেশা। আটকের সময় তানিয়ার কাছ থেকে ৭৫ পিছ ইয়াবা সহ একটি সাদা রঙের প্রাইভেট কার যার নম্বর (ঢাকা মেট্রো-গ-২৩-০০২৪) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আর মনিরুলের বাড়ি থেকে তাকে আটক করার সুবাদে বাড়ির মালিক আলাদা মামলা করেন। এছাড়া তানিয়াকে থানায় আনার পর অনেক ভুক্তভোগী থানায় এসে তার কথা জানিয়েছে।

    তিনি আরো জানান, পুলিশের কাছে সংরক্ষিত অপরাধের তালিকা খুঁজে তানিয়ার বিরুদ্ধে ২০টির অধিক মামলার তথ্য পাওয়া গেছে। প্রক্রিয়া শেষে তানিয়া ও তার দুই সঙ্গীকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে অধিকতর জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যেতে পারে। সঙ্গে থাকা আটককৃত আলমগীর (৩৮) গাজীপুর জেলার টঙ্গী থানার পূর্ব আরিচপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে অপর আরেকজন হালিমা আক্তার দুলালী (২৭) গাজীপুর জেলার জয়দেবপুর থানার গজারিয়া এলাকার মৃত জালাল উদ্দিন এর মেয়ে।

    চুরির পথ বেছে নেয়ার কারণ প্রসঙ্গে তানিয়া সিকদার বলেছে, ‘ইচ্ছা ছিল নায়িকা হওয়ার। কিন্তু সেটা হতে এসে বিভিন্নজনের কাছে প্রতারিত হয়েছে। একপর্যায়ে বাধ্য হয়ে চুরিকে পেশা হিসেবে বেছে নেয়। তানিয়ার গ্রেপ্তার হওয়া বা জেল খাটা এবারই প্রথম নয়। এর আগে তিন দফায় প্রথমে পাঁচ মাস, পরে তিন মাস এবং সবশেষে পাঁচ মাস জেল খেটেছে।

    পুলিশ জানিয়েছে, এর আগে আরো ৮ বার জেল খেটেছে এ নারী।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    গ্রেফতার

    ইতালি পাঠানোর নামে প্রতারণা, মাদারীপুরে তিন দালাল গ্রেফতার

    October 9, 2025
    লটারির ফাঁদ

    লটারির ফাঁদে সাধারণ মানুষ, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    October 8, 2025
    business

    কমান্ডো স্টাইলে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হাকিম খুনের ঘটনায় আটক ৪

    October 8, 2025
    সর্বশেষ খবর
    john mateer

    John Mateer Injury Update: Will Oklahoma QB Play vs Texas in Red River Rivalry?

    ভিন্নমত নিয়ে কামড়াকামড়ি

    ভিন্নমত নিয়ে কামড়াকামড়ি হবে, ঐক্য ভেঙে পড়বে: বিএনপি-জামায়াতকে রাশেদ খানের সতর্কবার্তা

    আমলকি

    ডায়াবেটিস, হজম ও দৃষ্টিশক্তি উন্নতিতে আমলকির স্বাস্থ্য উপকারিতা

    israel hamas peace deal

    Israel Hamas Peace Deal: First-Phase Agreement Confirmed

    গুনাহমুক্ত জীবন গঠনের সহজ কৌশল

    গুনাহমুক্ত জীবন গঠনের সহজ কৌশল

    Russian military coercion

    Indian Student From Morbi Captured in Ukraine After Russia Studies

    রাশমিকা

    কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাশমিকা? যা বললেন অভিনেত্রী

    Selena Gomez wedding

    Francia Raisa on Selena Gomez’s Wedding to Benny Blanco

    ধর্মকে রাজনীতির পুঁজি

    ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না : আজিজুল বারী হেলাল

    'Dancing with the Stars' 2026 live tour

    ‘Dancing with the Stars’ 2026 Live Tour: Full Dates, Cities, and Ticket Info

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.