পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বিশাল ইলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মেয়র বাজারে নিলামে তুললে মাছটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়। এ সময় মাছটি দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার।
জানা গেছে, লেম্বুর বন এলাকার জেলে মাসুম বিল্লাহ বিকালে সমুদ্রে পেতে রাখা জাল তুলতেই হঠাৎ এ ইলিশ ধরা পড়ে। পরে তিনি মাছটি মেয়র বাজারে নিয়ে আসেন। সেখানে নিলামে প্রতি কেজি ৩ হাজার ১২৫ টাকা দরে বিক্রি হয় ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের এই ইলিশ।
রাব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল বলেন, ‘এমন বড় ইলিশ এখন আর এ অঞ্চলে সচরাচর দেখা যায় না। মাসুম বিকেলে জাল তোলার সময় মাছটি ধরা পড়ে। পরে বাজারে এনে নিলামে তোলা হলে ব্যাপক আগ্রহ দেখা যায়। বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি থাকে। শেষ পর্যন্ত ৬ হাজার ৮০ টাকায় মাছটি বিক্রি হয়।’
জেলে মাসুম বিল্লাহ জানান, ‘বিকালে বঙ্গোপসাগরে জাল তুলতেই হঠাৎ বড় একটি ইলিশ ধরা পড়ে। নিজেই অবাক হয়ে যাই। বাজারে আনার পর অনেকেই দেখতে ভিড় করেন। সন্ধ্যা ৭টার দিকে নিলামে মাছটি বিক্রি হয়। একটি মাছ ৬ হাজার ৮০ টাকায় বিক্রি করতে পারব, কখনো ভাবিনি। এই টাকা আমার পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে।’
সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ বলেন, ‘এত বড় ইলিশ এই বাজারে সচরাচর পাওয়া যায় না। তাই নিলামে অংশ নিয়ে আমি কিনে নিয়েছি। এখন এটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকায় বড় ইলিশের আলাদা কদর আছে। এ ধরনের মাছ পাওয়া মানে শুধু ক্রেতারাই নয়, জেলে ও ব্যবসায়ীরাও খুশি হয়। এতে সবারই লাভ হয়।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য নিঃসন্দেহে সুখবর। শুধু গভীর সমুদ্র নয়, উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে-এটি একটি ইতিবাচক দিক। এর মানে আমাদের সমুদ্র ও নদীর ইকোসিস্টেমে এখনও বড় ইলিশ রয়েছে। যা জেলেদের আয় বাড়ানোর পাশাপাশি দেশীয় বাজারেও আশার সঞ্চার করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।