বিনোদন ডেস্ক: ফাঁদে ফেলে মডেল সুবাহ তাকে বিয়ে করেছেন বলে দ্বিতীয় স্ত্রী কারিন নাজের কাছে দাবি করেছেন গায়ক ইলিয়াস।
কারিন নাজ বর্তমানে সুইডেনের স্টকহোমে বসবাস করেন। গতকাল সেখান থেকে একটি জাতীয় দৈনিককে জানান, ‘ইলিয়াসকে বিয়ে করতে বাধ্য করেছেন সুবাহ। ইলিয়াস আমাকে জানিয়েছে বিষয়টি। সে বলেছে, সুবাহ বাসায় যেতে বাধ্য করেন ইলিয়াসকে এবং তাকে ধর্মগ্রন্থ স্পর্শ করিয়ে বিয়ে করতে বাধ্য করেন। ইলিয়াস সুবাহকে বিয়ে করতে চাননি। কিন্তু সে তাকে জোর করে হুমকি দিয়ে বিয়ে করেন। এক প্রকার জোর করেই সুবার মা তাদের বিয়ের রেজিস্ট্রেশন করেন।’
কারিনকে বলা ইলিয়াসের এসব কথা বলার রেকর্ডও প্রকাশ করেছে দৈনিকটি।
কারিনকে ফোনে ইলিয়াস বলেন,’তুমি বিশ্বাস করো, আমাকে সে (সুবাহ) বিয়ে করতে বাধ্য করেছে। সবাই মিলে আমাকে ট্র্যাপে ফেলে বিয়ে করেছে।’
গত ১ ডিসেম্বর সুবাহকে বিয়ে করেন তিনি। বিয়ের কথা প্রকাশ্যে এলে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করার অভিযোগ করেন দ্বিতীয় স্ত্রী কারিন নাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।