ছয় দফা দাবিতে ধর্মঘট করছিল বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। সে ধর্মঘট আপাতত দুই মাসের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল তারা পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে শেষ হওয়ার পর তারা ঘোষণা দেয় যে, আগামীকাল থেকে দুই মাসের জন্য এ ধর্মঘট বন্ধ থাকবে।
সড়ক ও জনপদ বিভাগের ইজারা মাশুল যৌক্তিক হারে নির্ধারণ, কমিশন বৃদ্ধি, বিএসটিআইয়ের বাড়তি ফি প্রত্যাহার, কারখানার লাইসেন্স প্রথা বাতিল, ফায়ার লাইসেন্স বাতিল করে আগের ব্যবস্থা রাখা ও সকল প্রকার লাইসেন্স গ্রহণে ঘুষ বন্ধে সরকারের পদক্ষেপের দাবিতে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিলো পেট্রোল পাম্প মালিক সংগঠন।
বৃহস্পতিবার বিপিসি চেয়ারম্যানের আন্তঃমন্ত্রণালয় সভায় দাবি পূরণে যথাযত পদক্ষেপের আশ্বাস দেয়া হয় এবং ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
পেট্রোল পাম্প মালিকরা জানান, আপাতত আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করলাম। দুই মাসের মধ্য আমরা আশাবাদী তারা বিষয়গুলো সমাধান করবেন। এপ্রিলের শেষে বিপিসির সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।