অর্থনীতি ডেস্ক : ঢাকার চারপাশের নদীতীরে অবৈধ ভাবে গড়ে ওঠা মসজিদ ও ধর্মীয় স্থাপনা না ভেঙ্গে সমন্বয় ও সংস্কার করতে চায় সরকার। আজ বুধবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা জানান।
ঢাকার চারপাশের নদী বাঁচাতে নিয়মিত বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তবে, নদীতীরে অনেকদিন ধরেই গড়ে উঠেছে, মসজিদসহ ধর্মীয় বিভিন্ন স্থাপনা। কখনো প্রয়োজনে, কখনওবা জমি দখলে রাখতে এ সব তৈরি করেছেন, স্থানীয় প্রভাবশালীরা। নৌপরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ঢাকার চারপাশে নদীতীরে মসজিদ-মন্দির, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় স্থাপনা রয়েছে ১১৩টি।
এদিকে তুরাগের ধৌড় এলাকায় আজও বেশকয়েকটি রেডিমিক্স প্লান্ট, কয়লার গদি ও বালুমহালে অভিযান চালিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্যযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো পারটেক্স গ্রুপের কয়লার গদি এবং আকিজ গ্রুপের রেডিমিক্স প্লান্ট। রেডিমিক্স প্লান্টের বর্জ্য দিয়ে নদী ভরে ফেলার দায়ে আকিজগ্রুপের দুইজনকে দুইলাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নদী দখলের দায়ে পারটেক্স গ্রুপের দুইজনকেও করা হয় জরিমানা।
এ সময় আকিজ গ্রুপের কর্তৃপক্ষ নিজেদের এক্সেভেটর দিয়ে নদীয় জায়গায় থাকা স্থাপনা গুড়িয়ে দেয়। এক সপ্তাহের বিরতি দিয়ে গতকাল টঙ্গীর তুরাগ তীর এলাকায় টঙ্গি ব্রীজের পূর্ব দিক থেকে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান অভিযান শুরু হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel