জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন অশ্লীল ভাষা ব্যবহার ইমলাম ধর্ম ও সৃষ্টিকর্তার প্রতি অশালীন মন্তব্য করে Theories and Thoughts’ নামে একটি বই প্রকাশ করে ছাত্র-ছাত্রী ও সাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে। এতে ফুঁসে উঠেছে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ।
মনির হোসেন তার লেখা Theories and Thoughts বইটিতে ৪৩ পৃষ্ঠায় ৫১৮ নং বাক্যে উল্লেখ করেন- `There is no God and no saitan but man and both of them are available in man. অর্থ- স্রষ্টা নাই, শয়তানও নাই, কিন্তু মানুষ আছে। আর মানুষেই ও দুটো আছে।
তিনি ৪৬ পৃষ্ঠায় ৫৩৬ নং বাক্য আরো উল্লেখ করেন- ’Creator is an opportunist,liquid substance.’ অর্থ- স্রষ্টা হচ্ছে একটি সুবিধাবাদী তরল পদার্থ। এছাড়াও বইটিতে বিভিন্ন পৃষ্ঠায় নানাভাবে তিনি অশ্লীল বাক্য তৈরি করে, স্রষ্টা ও তার সৃষ্টিকে নিয়ে মতামত প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা মুসলমান হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাই। এই বই বাজেয়াপ্ত করা হোক ও অভিযুক্ত শিক্ষককের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে কঠোর শাস্তির দাবি করছি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন- ‘Theories and Thoughts’ বইটিতে ধর্মবিরোধী বক্তব্য রয়েছে। অভিযোগ পেলে বইটির লেখকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মনির হোসেনের প্রকাশিত Theories and Thoughts বইটি দি নাগরপুর প্রিন্টিং প্রেস থেকে প্রকাশ করা হয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.