ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় শিশুর ধ*র্ষণকারীদের যৌ*ন সক্ষমতা ধ্বংস করার আইন পাশ করেছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির ২৪৭ জন এমপির ভোটে আইনটি পাশ হয়। ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের কেউ ধ*র্ষণ ও শিশুকে যৌ*ন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হলে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। এছাড়া দেশটিতে শিশুকে ধ*র্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।
দেশটির জাতীয় পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ‘ ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধ*র্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌ*ন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধ*র্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌ*ন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।