জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার চৌরাস্তার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।
এমপি মামুনুর রশীদ কিরণ বলেন, গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকলে তদন্ত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা।
তিনি বলেন, এ ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। যারা এসব অপরাধীর পৃষ্ঠপোষক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ধর্ষক ও অপকর্মকারীরা দলীয় নেতাদের সঙ্গে বড় বড় পোস্টার ছেপে নিজেদের রক্ষার চেষ্টা করে। এদের কাউকে ছাড় দেয়া হবে না।
এমপি মামুনুর রশীদ কিরণ বলেন, ধর্ষক দেলোয়ার আমার নামে পোস্টার ছাপিয়েছে; এটি অনলাইনে তৈরি করা হয়েছে। আমি কখনও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেই না। দেলোয়ার দলের কেউ না, আমি তাকে চিনি না।
সংবাদ সম্মেলনে মামুনুর রশীদ কিরণ আরও বলেন, আমার এলাকায় কারা সন্ত্রাসীদের লালন-পালন করে আপনারা খুঁজে বের করেন। আমার এলাকায় বিশেষ করে সম্রাট ও সুুুুমন বাহিনীকে কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তা খুঁজে বের করুন। তাহলেই সব জানতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।