পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তের কারণ—এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া, যেখানে তিনি রোগীর আত্মীয়দের সঙ্গে অশ্লীল ও অপেশাদার আচরণ করেছেন।
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ডা. আবুল কাশেমের আচরণ সরকারি চাকরির মর্যাদা ও শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) ধারা মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে ডা. আবুল কাশেমের অশ্লীল, অপমানজনক আচরণ এবং হুমকিস্বরূপ কটুক্তি। ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “ভিডিওটি নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। রোববার মন্ত্রণালয় থেকে তার সাময়িক বরখাস্তের আদেশের কপি আমাদের কাছে পৌঁছেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।