Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে কথিত বন্দুকযুদ্ধে আরমান (২৫) নামে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাব। খবর ইউএনবি’র।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার আসাামি আরমানকে গ্রেপ্তারে অভিযান চালায় র্যাবের টহল দল। উপস্থিতি টের পেয়ে আরমানের সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। পরে গোলাগুলি শেষ হলে আরমানের গিুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মাশকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি ও নয়টি খালি খোসা পাওয়া য়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।