ঝিনাইদহের কালীগঞ্জে মোজাহিদুল ইসলাম রুমির বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার পর পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্ত রুমি পুলিশি অভিযান শুরু হওয়ার পরেও এখনও আটক হননি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে পুলিশ তাকে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।
মোজাহিদুল ইসলাম রুমি কালীগঞ্জ শহরের কলাহাট এলাকার মহান আল্লাহর দয়া ইলেকট্রনিক্সের মালিক। তিনি পার্শ্ববর্তী খয়েরতলা এলাকার বাসিন্দা।
পরে সোমবার দুপুরে অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমি ভুক্তভোগী নারীর মোবাইলে কল করেন। তিনি নারীকে বিয়ে ও টাকা দিয়ে ঘটনাটি মীমাংসা করার প্রস্তাব দেন। ভুক্তভোগী নারী জানিয়েছেন, “আমি এসব চাই না, আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযুক্তের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।