স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচেও সুযোগ না দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল থেকে তাঁকে বাদ দেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা।
এই নিয়ে ক্রিকেট মহলের একাংশের অসন্তোষের মধ্যেই শিখর ধাওয়ানের চোট জাতীয় দলের বন্ধ হয়ে যাওয়া দরজা ফের খুলে দিল সঞ্জু স্যামসনের জন্য। হাঁটুতে চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন দিল্লির বাঁ-হাতি ওপেনার। তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাকা হল স্যামসনকে।
ইডেন টেস্টের আগে কলকাতায় নির্বাচকরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিলেন। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ধাওয়ানের হাঁটুর চোট সারতে বেশ কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নামার কোনও সম্ভাবনাই নেই অভিজ্ঞ ধাওয়ানের।
সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দিল্লি-মহারাষ্ট্র ম্যাচ চলাকালীন শরীর ছুঁড়ে বল ধরতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে গভীর ক্ষত তৈরি হয় ধাওয়ানের। তাঁর জায়গায় নির্বাচকরা স্যামসনের নাম ঘোষণা করেন। কাইরন পোলার্ডদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে। ফলে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার জন্য বেশ কিছুটা সময় এখনও হাতে পাচ্ছেন ধাওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।