পটুয়াখালী প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে যাতে কোনও কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন। ধানের ন্যায্য মূল্য অবশ্যই নিশ্চিত করতে হবে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালীর দুমকিতে ১ একর জমির ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম উদ্বোধন পরবর্তী এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ধান ও চালের পর্যাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। ২০২১ সালের মধ্যে সারাদেশের খাদ্য গুদামগুলোর মেরামত কাজ সম্পন্ন করা হবে।
খাদ্যে ভেজাল রোধে সারাদেশে ভেজাল বিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী বলেন, দুমকি খাদ্য গুদামকে পেডি সাইলো খাদ্য গুদামে উন্নীত করা করা হবে।
এসময় কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদারের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক-কৃষানী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।