জুমবাংলা ডেস্ক : কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। ভোট গণনা শেষে ৬৯৫৯ ভোট পেয়ে বিএনপির দলীয় প্রার্থী সাইফুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোমিনুল হক শিলু। তিনি ভোট পেয়েছেন ৫১১৫।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রের ৬২টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে একাধিক মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলরত ছিলেন।
গাবতলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাতবলী পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৪২৩ জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোমিনুল হক শিলু (নৌকা), বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মিজানুর রহমান মানিক (হাতপাখা), জাতীয় পার্টির ফজলে রাব্বী তনু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আইয়ুব হোসেন রাজু (জগ) ও সাজেদুল আলম রাসেল (ডাবগাছ) প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলর (সাধারণ) পদে ৩৬ জন ও কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, পিনপতন নীরবতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে মোবাইল কোর্টের একাধিক টীম, র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন। ভোটাররা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছেন। ভোট পড়েছে ৭৯.০৮ ভাগ। ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের সাইফুল ইসলাম ৬৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মোমিনুল হক শিলু। তিনি ভোট পেয়েছেন ৫১১৫ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।