জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওর ও মাঠিয়ান হাওরে বোরো ধান কাটা উৎসব চলছে।
শনির হাওরপাড়ে জয়নগর গ্রামের কৃষক জসিম উদ্দিনের এক কিয়ার জমির ধান কেটে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।
এছাড়া ১২ এপ্রিল থেকে তাহিরপুরের বিভিন্ন হাওরে গিয়ে প্রতিদিনই কৃষকের সঙ্গে ধান কাটা উৎসবে অংশ নিয়েছেন ইউএনও সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আবুল কাশেম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।