গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি এ আলোচনা সভায় প্রধান ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহপরিচালক ড. মো. শহজাহান কবীর। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধামন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস ড. মো. আওলাদ হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনছার আলী এবং ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য, ব্রির অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল রানা, ব্রির বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. তাপস কুমার, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদ আব্দুল মজিদ, ব্রির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।