
জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ (২৬)। পুলিশ জানায়, সকালের দিকে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


