Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ঢুলিভিটা বাসস্টান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হরিয়া গ্রামের সেলিম আহমেদ এর স্ত্রী ফাতেমা আক্তার।
ধামরাই থানার উপ-পরিদর্শক শেখ কামরুল ইসলাম জানান, সকালে ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পারপারের সময় পণ্যবাহী একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফাতেমা আক্তার। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সূত্র: পিবিএ