Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মটরসাইকেল আরোহী নাসির উদ্দিন (৩৫) ও ওয়াজি উল্লাহ (৩৮) নামে আপন দুই ভাই মারা গেছে।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা ঝিনাইদহ জেলার শৌলকুপা থানার মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানায়, নিহত দুই ভাই মটরসাইকেল যোগে পাটুরিয়া থেকে ঢাকা যাবার পথে বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোন গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়। পরে গোলাড়া হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে। পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি চিহিৃত করার চেষ্টা চালাচ্ছেন তারা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।