স্পোর্টস ডেস্ক : একদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের মাঠের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন্স।
আজ সোমবার দুপুর দেড়টায় শুরু হওয়া এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা ওয়ারিয়র্স। কিন্তু শেষ পর্যন্ত ভানুকা রাজাপাকষের ব্যাটে ভর করে মাশরাফি মোর্ত্তজার ঢাকাকে ১৬১ রানের টার্গেট দিয়ে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে দলটি।
ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তে সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা। তবে ক্রিজে মালান ও রাজাপাকষে থাকায় কিছুতা স্বস্তিও ছিল। কিন্তু মালান ১৭ বলে মাত্র নয় রান করে সাজঘরে ফিরে গেলে বিপদ আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত বিপদ আঁচ করতে দেননি কুমিলার লঙ্কান ওপেনার রাজাপাকষে। ৬৫ বলে ৯৬ রান করে অপরাজিত থেকে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর।
তার ইনিংসটি সাজানো ছিলো ৭টি চার ও ৪টি ছয়ের মারে। ৩০ রানে অপরাজিত ছিলেন ইয়াসির আলী। নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৬০ রান করে কুমিল্লা। ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মেহেদী হাসান। একটি উইকেট নেন শাদাব খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।