ইতোমধ্যে ৩০০ কোটির ক্লাব পেরিয়ে যাওয়া সিনেমা ‘ধুরন্ধর’ মধ্যপ্রাচ্যে ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ‘ধুরন্ধর’ মুক্তি পায়নি। অভিযোগ, ছবিটিতে পাকিস্তানের বিরুদ্ধে বার্তা থাকার কারণে এই দেশগুলোর কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি। তবে কেন মুক্তি পায়নি, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি দেশগুলো।

সিনেমার প্রযোজনা সংস্থার একটি সূত্র জানায়, তারা মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তির জন্য জোর চেষ্টা করেছেন। কারণ, এই অঞ্চলে প্রচুর প্রবাসী ভারতীয় থাকেন। মধ্যপ্রাচ্য হিন্দি সিনেমার বড় বাজার। কিন্তু অনেকভাবে মুক্তির চেষ্টা করা হলেও কোনো দেশই ছাড় দেয়নি। এর ফলে ‘ধুরন্ধর’–এর মুক্তি ওই অঞ্চলে সম্ভব হয়নি।
তবে এবারই প্রথম নয়, এর আগে ‘ফাইটার’, ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাগুলোও শুরুতে মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি। পরে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। যেমন ‘ফাইটার’ পরে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছিল।
বক্স অফিসে প্রতিদিনই ঝড় তুলছে ‘ধুরন্ধর’। বিশ্বব্যাপী আয় পেরিয়ে গেছে ৩০০ কোটি রুপি। ‘ধুরন্ধর’ সিনেমায় দেখানো হয়েছে এক ভারতীয় গুপ্তচরের পাকিস্তানের ভেতরে গিয়ে দুঃসাহসী অভিযানের গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন, রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুনসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



