বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনের লাখ লাখ মানুষ ধূমপানের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তিকে ঝুঁকিতে ফেলছেন। স্পষ্ট ঝুঁকি থাকা সত্তে¡ও ধূমপানের কারণে ধীরে ধীরে অন্ধত্বের দিকে ধাবিত হওয়ার কথা স্বীকার করেন প্রতি ৫ জনের মাত্র ১ জন বলে অ্যাসোসিয়েশন অব অপটোমেট্রিস্ট (এওপি) এর এক জরিপে দেখা গেছে। বিবিসি
অন্ধদের নিয়ে কাজ করে এমন একটি দাতব্য সংস্থা আরএনআইবি জানায়, একজন অধুমপায়ীর চেয়ে ধুমপায়ী ব্যক্তির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা দিগুণ বেশি। তামাকজাত ধূমপান এই ক্ষতির জন্য দায়ী এবং এতে চোখের অবস্থা মারাত্মভাবে খারাপ হয়।
বিশেষজ্ঞরা জানান, সিগারেটের মাধ্যমে ধূমপানের কারণে বিষাক্ত রাসায়নিক উপাদান শরীরে প্রবেশ করে এবং চোখের ক্ষতি করে। উদাহরণ স্বরুপ, ধূমপানের কারণে কোপারের মতো ভারি পদার্থগুলো চোখের মনির পেছনে জমা হয় এবং চোখে ছানি তৈরি করে। এতে করে লেন্সও অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
বিশেষজ্ঞরা আরো জানান, ধূমপানের কারণে চোখের পেছনের অংশে জমাট রক্তের ক্ষতির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত চোখের সমস্যা দেখা দিতে পারে। বয়স জনিত কারণে চোখের যে সমস্যা হয় তার চেয়ে অন্তত ৩ গুণ বেশি সমস্যায় ভোগেন ধুমপায়ীরা। এমনকি একজন অধুমপায়ীর চেয়ে ধুমপায়ীরা ১৬ ভাগ বেশি দৃষ্টিশক্তি হ্রাস হওয়া জনিত সমস্যায় ভোগেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।