ধেঁয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়, ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানবে

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটিয়ে না উঠতে সমুদ্রে নতুন ঘূর্ণিঝড়ের দামামা শুরু হয়েছে। সোমবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে এটি লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ২৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।

এজন্য ভারতের আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বায়ু। ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এটি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *