বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিজ্ঞানীরা বলছেন, নাসার সোলার ডায়নামিক অবজারভেটরি থেকে তোলা সূর্যের ছবিতে আছে ভয়ংকর বার্তা। তাদের মতে, সূর্যের ওই হাসিতেই লুকিয়ে আছে বিপৎসংকেত। ছবিটির ৩টি কালো অঞ্চল আসলে শক্তিশালী সৌরঝড়ের ইঙ্গিত দিচ্ছে। কালো দাগগুলো পর্যালোচনা করে তারা বলছেন, খুব নিকট ভবিষ্যতেই পৃথিবীর দিকে একটি সৌরঝড় ধেয়ে আসতে পারে।
নিউজউইক পত্রিকা বলছে, সূর্যের ওই কালো দাগ মূলত কোরোনাল গর্ত। এই গর্তগুলোর সরাসরি প্রভাব রয়েছে পৃথিবীর ওপর। এখান থেকেই সৌরঝড়ের উৎপত্তি হয়। এ ছাড়া ওই গর্ত দিয়ে বের হয় অতিবেগুনি রশ্মি, যা মারাত্মক ক্ষতিকর।
সৌরঝড় পৃথিবীতে প্রবেশ করলে তা বড়সড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। অবশ্য তাদের মতে, সৌরঝড়ের চরিত্র বোঝা সহজ নয়। পৃথিবীর চৌম্বক অক্ষের ওপর সরাসরি প্রভাব রয়েছে এর। এমনটি জিপিএস, রেডিও তরঙ্গে সমস্যার পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট। তবে এসব সমস্যার বাইরেও বিজ্ঞানীদের শঙ্কা, এমন ঝড়ে পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহগুলো ধ্বংস হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।