স্পোর্টস ডেস্ক: ভারতের মহেন্দ্র সিং ধোনি, নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার কিংবা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা- সবাই প্রায় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের সমসাময়িক।
ক্রিকেটের ইতিহাসে গিলক্রিস্ট নিজেও বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার ছিলেন। তাই তার সঙ্গে খেলা সেরা কিপারদের তালিকা তৈরি করতে বসে কাকে সেরা বেছে নিলেন গিলি জানেন!
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই সবার ওপরে রাখলেন অ্যাডাম গিলক্রিস্ট। তারপরেই আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, নিউ জিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকালাম আর দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার।
কিন্তু এই চারজন উইকেটকিপারের মধ্যে কেন ধোনিকে সেরা বেছে নিলেন গিলক্রিস্ট? তার স্বপক্ষে যুক্তি দিয়ে গিলি নিজেই বলেছেন, ধোনি যেভাবে নিজেকে উন্নত করেছে, যেভাবে সবার ভালোবাসা এবং নিজেকে আদর্শ হিসেবে তৈরি করেছে তা এককথায় অসাধারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।