স্পোর্টস ডেস্ক : শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এর মিনিট খানেক পরেই আন্তর্জাতিক ছাড়ার ঘোষণা দেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
ধোনির মতো তিনিও ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন অবসরের ঘোষণা জানানোর জন্য। ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন, ‘এমন কিছু না কিন্তু মাহি তোমার সঙ্গে খেলা দারুণ ছিল। আমার হৃদয় গর্বে পরিপূর্ণ। আমি তোমার এই সফরে সঙ্গী হচ্ছি। ধন্যবাদ ভারত।
এর আগে শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন সন্ধ্যায় ইন্সটাগ্রামে ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন ধোনি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের স্মরণীয় কিছু মুহূর্তের কয়েকটি ছবিকে সম্মিলিত করে ওই ভিডিওটি বানানো হয়।
ভিডিওর ক্যাপশনে ধোনি লিখেন, ‘আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।