স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারনে স্থগিত হয়ে আছে বিশ্ব ক্রিকেট। যার ফলে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তারকা ক্রিকেটাররা। ব্যতিক্রম নন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও।
আর এ অবসর সময়ে টাইগার দলের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ কি করেন! তিনি ধোনির এত বড়ই ভক্ত যে, অবসরের সময়ে সাবেক ভারত অধিনায়কের ইনিংস দেখে সময় পাড় করছেন মাহমুদুল্লাহ।
সম্প্রতি মাহমুদুল্লাহ বলেন, যেভাবে ধোনি নিজেকে নিয়ন্ত্রণ করে, তা এক কথায় অসাধারণ। ভারতীয় দলের হয়ে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করতে নামে ধোনি। আমি যখন অবসর সময়ে বসে থাকি, তখন ধোনির খেলা ইনিংসগুলো দেখি। অনেক সময় ধোনির লাইভ খেলাও দেখেছি। ওর খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি।
ক্রিকেট মাঠে ধোনি যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেন, ঠিক সেইভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চান মাহমুদুল্লাহও।
তিনি বলেছেন, ওয়ানডে ক্রিকেটে ৫০-এর বেশি গড় এবং ৯০-এর বেশি স্ট্রাইক রেট রাখা খুবই কঠিন। ধোনি ঠিক সেটাই করে গিয়েছে ওর ক্যারিয়ার জুড়ে। শেষ পর্যন্ত টিকে থেকে যেভাবে ধোনি ম্যাচ শেষ করে, তা অনবদ্য। আমিও ধোনির মতোই পাঁচ-ছয় নম্বরে ব্যাট করি। আমিও ধোনির মতো ম্যাচ শেষ করতে চাই। ওকে দেখে অনেক কিছু শিখি। ক্রিকেটবিশ্বে ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।