আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের তীরে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার বাসিন্দা ছোট্ট আইলান কুর্দির সেই মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরো একটি ছবি ফের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করালো বিশ্বকে।
বোমা বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ি। ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েছে তিন বোন। তারই মধ্যে সবচেয়ে ছোট বোনকে বাঁচানোর চেষ্টায় দুই খুদে বোন প্রাণপণে চেপে ধরে রেখেছে আদরের বোনের জামা। আর তাদের ঠিক পেছনে আতঙ্কে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি।
বুধবার এই ছবিটি তুলেছেন বাশার আল শেখ। স্থানীয় সংবাদ ওয়েবসাইট এসওয়াই ২৪-এর সাংবাদিক তিনি। সিরিয়ার উত্তরপশ্চিম প্রদেশ ইদলিবের আরিহা শহরে যুদ্ধ বিমান হামলার পরমুহূর্তে তোলা এই ছবি এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে। জঙ্গিদের দখলে থাকা এই অঞ্চলের ওপর এপ্রিল মাস থেকে সমানে হামলা চালাচ্ছে দামেস্ক এবং রাশিয়া।
তিন বোনের মধ্যে একজনের এরই মধ্যে মৃত্যু হয়েছে। বাকি দু’জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঁচ বছরে রিহাম আল আব্দুল্লা ছোট্ট বোনের সবুজ জামা ধরে তাকে বাঁচানো চেষ্টা চালিয়ে যায় নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাকে বাঁচানো না গেলেও ৭ মাসের তোউকা মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। তৃতীয় বোন দালিয়ার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও প্রয়োজন চেস্ট সার্জারির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।