জুমবাংলা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮ থেকে একযোগে দুইটি উপজেলার ১৩৭টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণের পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীসহ মোট ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ১৫৭ জন।
এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।