নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলাধীন সারাইডাঙ্গা গ্রামের সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, গত ১ নভেম্বর সারাইডাঙ্গা গ্রামের মোঃ ইলিয়াসের ছেলে মোঃ ফারুক হোসেন গ্রামের ভিতরে সরকারি রাস্তার ধারে থাকা আম গাছ, ছাতন গাছ, খেজুর গাছসহ বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ অবৈধভাবে কর্তন করে।
বিষয়টি গ্রামবাসীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবহিত করলে তিনি ঘটনাস্থল থেকে কিছু গাছ জব্দ করে নির্মইল ইউনিয়ন পরিষদ চত্বরে এনে রাখেন। বাকি গাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে বলে দাবী করেন গ্রামবাসীরা।
একই গ্রামের মৃত গয়েস উদ্দীনের ছেলে আঃ সাত্তার জানান, গত ৫ নভেম্বর এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসে ও ভূমি অফিসে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছিলো। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
ফারুক হোসেনের সাথে কথা হলে তিনি জুমবাংলাকে বলেন, ‘আমি আমার ক্রয়কৃত জমির ২৫টি গাছ কেটেছি। এসময় ভুলক্রমে সরকারি রাস্তার ৪টি গাছ কাটা হয়েছিলো, যা ইউপি চেয়ারম্যান নিয়ে গেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।