নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিখোঁজের তিন দিন পর রিংকু (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিংকু উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের সুদেব মিষ্টি আলার ছেলে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার মৈনম ইউপির বিলদুবলা গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে নিহতের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে যেতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্বজনরা জানান, গত রবিবার রাতে বিলদুবলা গ্রামের মৎসজীবিপাড়ায় মাদারের গান শুনতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।