জুমবাংলা ডেস্ক: নওগাঁয় আজ নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের অংশগ্রহণে পবিত্র রমজান মাসে নিরিপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নওগাঁ জেলা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
নওগাঁ শহরের একটি হোটেলে বেলা ১১টায় আয়োজিত কর্মশালায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিণ্ময় প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো : শরিফুল ইসলাম খান।
রমজান মাসে বিশেষ করে নিরাপদ ইফতারির প্রয়োজনীয়তা, নিরাপদ খাদ্য তৈরি ও বিপণনের ওপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো : শামীম হোসেন।
কর্মশালায় নওগাঁ জেলা সদরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁর ৪০ জন মালিক এবং কর্মচারী অংশগ্রহণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।