নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপ মুখোমুখি সংঘর্ষে কালাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ২টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার মাদারিগঞ্জ গ্রামের কাছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে রাজশাহীর বাগামারা থেকে ছেড়ে আসা মাছ বোঝায় মিনিট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মনির আলী আকন্দ জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বাস ও মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।