Advertisement
নওগাঁ প্রতিনিধি: “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রদিপাদ্য নিয়ে নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধানসড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেল সুপার শাহ আলম, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক একে.এম দিদারুল আলম, উপ-পরিদর্শক সবুজ চন্দ্রদেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় জেলামাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।