জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলায় শীতার্ত গরীব ও দুস্থ পরিবারের মধ্যে সরকারীভাবে বরাদ্দ পাওয়া ৪৭ হাজ্রা ৯শ কম্বল বিতরণ করা হয়েছে। ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসারদের তত্বাবধানে এসব বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ কামরুল আহসান জানিয়েছেন, জেলা প্রশ্সাকের প্রত্যক্ষ তদারকীতে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়রগণ যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।
সূত্রমতে বিভিন্ন উপজেলা ও পৌরসভার অনুকূলে বিতরণকৃত কম্বলের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ৫ হাজার ৬শ ৪০টি। আত্রাই উপজেলায় ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি। বদলগাছি উপজেলায় ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য ৬ হাজার ৫শ ৪০টি। মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য ৪ হাজার ৭শটি। নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি। পতœীতলা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫ হাজার ১শ ৭০টি। পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ২ হাজার ৮শ ২০টি। রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি। সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ২ হাজার ৮শ ২০টি। নওগাঁ পৌরসভার জন্য ৪৭০টি, ধামইরহাট পৌরসভার জন্য ৪৭০টি ও নজিপুর পৌরসভার জন্য ৪৭০টি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।