নওয়াজ কন্যার যে ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য জীবন নিয়ে কয়েক বছর আগে কম বিতর্ক হয়নি। দ্বিতীয় স্ত্রী আলিয়ার একগুচ্ছ অভিযোগের তীরে বিদ্ধ হয়েছিলেন এ অভিনেতা। এর মধ্যে সন্তানদের দায়িত্ব পালন না করার মতো অভিযোগও ছিল।

তবে সেসব অভিযোগ এখন অতীত। নতুন শুরু করেছেন নওয়াজ। মেয়ে শোরার জন্মদিনে পুরনো একগুচ্ছ ভিডিও শেয়ার করেছেন নওয়াজউদ্দিন। তবে সেই শোরা আর ছোট্ট নেই।

রোববার ১৪-তে পা দিয়েছে এই স্টারকিড। কৈশোর পেরিয়ে ধীরে ধীরে যৌবনের পথে পা বাড়াচ্ছে শোরা।

নওয়াজের শেয়ার করা ক্যানডিড ভিডিওতে ধরা পড়ল শোরার একাধিক মুড। কখনও সে নাচছে, কখনও গাইছে আবার কখনওতার মন খাবারে কিংবা হাতে থাকা কফির কাপে। শোরার এই সব ভিডিওর সঙ্গে পুচকে শোরার বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর এই ভিডিওতে ডুয়া লিপা ‘বি দ্য ওয়ান’ গানটি জুড়ে দিয়েছেন এ অভিনেতা। ক্যাপশনে লিখেছেন- ‘জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা’।

নওয়াজের এই ভিডিওতে মন্তব্যের বন্যা বইছে। অনুরাগ কশ্যপ, রসিকা দুগ্গলরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শোরাকে।

এক নেটিজেন লেখেন- ‘পুরো রাধিকা আপ্তের মতো দেখাচ্ছে শোরাকে’।

আরেকজন লেখেন- ‘উফ কী সুন্দরী! মন্ত্রমুগ্ধকর’। অনেকেই শোরার চোখের প্রশংসা করেন।

এক নেটিজেন লেখেন- ‘নওয়াজ ও ফাগুনিয়া (মানঝি ছবিতে রাধিকার চরিত্র)-র মেয়ে হলে ঠিক এইরকমই দেখতে হত’।

নওয়াজ-আলিয়ার দুই সন্তান- মেয়ে শোরা ও ছেলে ইয়ানি। গত বছর দাম্পত্য বিবাদ চরমে পৌঁছালেও আপাত সমঝোতা করে নিয়েছেন তারা। শোরা আপতত ব্যস্ত পড়াশোনা নিয়ে। মায়ের সঙ্গেই থাকে নওয়াজের দুই সন্তান। আপাতত নিজের নাম থেকে নওয়াজের পদবি মুছে ফেলেছেন আলিয়া।