বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এইচএমডি গ্লোবালের মালিকানাধীন ফিনল্যান্ডের নকিয়া নতুন দুইটি ফিচার ফোন আনল। এগুলোর মডেল নকিয়া ১০৬ (২০২৩ এডিশন) এবং নকিয়া ১০৫ (২০২৩ এডিশন)।
যদিও এই দুই মডেল কয়েক বছর আগেই বাজারে এসেছিল। এবার এই ফিচার ফোন দুইটির ২০২৩ এডিশন এলো।
নকিয়ার নতুন ফোন দুইটিতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এর অন্যান্য ফিচারও দুর্দান্ত। ফিচারফোনগুলোতে নকিয়ার বিখ্যাত স্নেক গেমস প্রিইনস্টল করা আছে। এছাড়াও আছে ওয়্যারলেস এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো জনপ্রিয় কিছু ফিচার।
নকিয়া ১১০ মডেলের ফিচার
নকিয়া ১১০ মডেলের নতুন এডিশনের ফোনে রয়েছে ১.৮ ইঞ্চির কিকিউভিজিএ ডিসপ্লে। এই ফোন চলবে এস৩০ প্লাস অপারেটিং সিস্টেম। যা নকিয়ার ফিচার ফোনের জন্য ডেভেলপকৃত বিশেষ অপারেটিং সিস্টেম।
এই ফোনের বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এই ফোনে দেওয়া হয়েছে ১০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ফিচার ফোনের জন্য যথেষ্ট।
নকিয়া ১০৫ মডেলের ফিচার
নকিয়া ১০৫ মডেলের ফিচার ফোনেও ১.৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এই ফোনও চলবে নকিয়া উদ্ভাবিত এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে। ব্যাটারির স্পেসিফিকেশনও নকিয়া ১১০ মডেলের মতোই। অন্যান্য ফিচারও একই।
নকিয়া দাবি করছে নতুন এই ফোন দুইটি একচার্জে চলবে টানা ২২ দিন। যদি ফোন দুইটি স্ট্যান্ডবাই মোডে থাকে তবে এই ব্যাকআপ পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।