নকিয়ার ল্যাপটপ পাওয়া যাবে ভারতের বাইরেও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এত দিন শুধু ভারতের বাজারে পাওয়া যাচ্ছিল নকিয়ার পিউরবুক সিরিজের ল্যাপটপ। সম্প্রতি ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি জানায়, বেশ কয়েকটি দেশের গ্রাহক নকিয়ার ল্যাপটপ কিনতে পারবেন। ১৫ দশমিক ৬ ইঞ্চি ও ১৭ দশমিক ৩ ইঞ্চির দুটি ডিসপ্লে সাইজ নিয়ে পাওয়া যাবে ল্যাপটপগুলো।

নকিয়ার ল্যাপটপ

ফুল এইচডি ডিসপ্লের ল্যাপটপে থাকছে ইন্টেল কোর আই৩-১২২০পি প্রসেসর।

৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজের ল্যাপটপে থাকছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। গিজমোচায়না