বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নকিয়া স্মার্টফোন নিয়ে আসার পর থেকে বেশ ফিচারসম্পন্ন ফোন নিয়ে আসছে। এবার নকিয়া নিয়ে আসছে নোকিয়া জি ২১ মোবাইল। প্রায় সব রকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। মূল্য হাতের নাগালেই থাকার কারণে যে কেউ ক্রয় করতে পারবে এটি। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
নোকিয়া জি ২১ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫.৫২ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৫X৭৫.৯X৮.৫ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯০ গ্রাম।
নোকিয়া জি ২১ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে ইউনিসক টি ৬০৬ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মালি জি ৫৭ এম পি ১। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২।
৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। নোকিয়া জি ২১ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০৫০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
নোকিয়া জি ২১ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ৭২০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা এর সুবিধা।
নোকিয়া জি ২১ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৬,৭৫৬ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার ভালো দেওয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel