জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরায় দুই জনপ্রতিনিধিকে নগ্ন করে নারী দিয়ে ভিডিও করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক রবির প্রতিনিধি আকাশ ইসলামের বিরুদ্ধে। পর্ণোগ্রাফি আইনে ঐ দুই জনপ্রতিনিধি মামলা দায়ের করলে পুলিশ আকাশকে গ্রেফতার করে।
সোমবার (১৬ ডিসেম্বর) আকাশ নিজের দোষ স্বীকার করে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৪৪ ধারায় জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, সাতক্ষীরা থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা ২৮ নম্বর মামলার বাদী একজন জনপ্রতিনিধি। তিনি দায়েরকৃত মামলার এজাহারে বলেন, আসামিরা তাকে একটি রুমে ঢুকিয়ে নগ্ন করে নারী দিয়ে ভিডিও করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করে। এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। অপর মামলার বাদীও একজন জনপ্রতিনিধি।
এ মামলার ঘটনায়ও একইভাবে ওই জনপ্রতিনিধিকে নগ্ন করে ভিডিও করার অভিযোগ করা হয়েছে এবং ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে থেকে চার লাখ টাকা আদায় করা হয়েছে। এ মামলার আসামি আকাশ ও সাদিক। এর মধ্যে আকাশ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।