জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের কুমিরমারা এলাকায় অবস্থান করছেন ৫৭ জন চীনা নাগরিক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এদেরকে নজরদারিতে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
পিরোজপুরের কচা নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করছে চায়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোং লি. নামের প্রতিষ্ঠান। সেতুর নির্মাণ কাজে এই প্রতিষ্ঠানে ৫৭ জন চীনের নাগরিক বিভিন্ন পদে কাজ করছে। পিরোজপুরের কুমিরমারা এলাকায়ই তাদের অবস্থান।
পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনাভাইরাসে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিয়মিত ডাক্তারী পরীক্ষা চলছে। দেয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা।
এরই ধারাবাহিকতায় সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি মেডিক্যাল টিম কুমিরমারা এলাকার চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসক ডা. তারিক আজিজুল্লাহ জানান, এখানের চীনা নাগরিকদের কোন সমস্য নেই। তাই, তাদের নিয়মিত চলাফেরায় মাস্ক ব্যবহারসহ করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত এমন কোন লক্ষণ দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে আলাদা বিভাগ খোলা হয়েছে বলেও তাদের জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।